খেলাধুলা

চেন্নাই টেস্ট

ভারত অলআউট ৩৭৬ রানে, হাসানের ঝুলিতে ৫ উইকেট

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের প্রথম ৩ উইকেট তাসকিন আহমেদ, বাকি ১ উইকেট নিলেন হাসান মাহমুদ। ভারত অলআউট হলো ৩৭৬ রানে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ জানিয়েছিলেন ৪০০ রানের আগেই অলআউট করতে চান ভারতকে। হাসানের কথা ফলেছে, এমনকি বল হাতেও ৮৩ রান দিয়ে তিনি নিলেন ৫ টি উইকেট।

তাসকিন দিনের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই নিয়েছেন রবীন্দ্র জাদেজার উইকেট। এতে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ১৯৯ রানের জুটি ভেঙে যায়। সেঞ্চুরি না করেই ফিরতে হয়েছে জাদেজাকে। তাসকিনের শর্টার লেন্থের বল না খেললেও চলতো, তবে জাদেজা খোঁচা দিয়ে বসলেন। তাতেই উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভস বন্দি হয় এই ব্যাটারের ক্যাচ। ১২৪ বলে ৮৬ রান করে ফিরেছেন তিনি।

এরপর প্রথমে আকাশ দ্বীপের উইকেট, পরে অশ্বিনের উইকেট নিয়েছেন তাসকিন। অশ্বিন ফিরেছেন ১৩৩ বলে ১১৩ রানে।

ভারতের শেষ উইকেট অর্থাৎ জাসপ্রীত বুমরাহর উইকেট নিয়ে পাঁচ উইকেট পূরণ করেছেন হাসান।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন