চেন্নাই টেস্ট
তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
ভারতীয় পেসারদের সামলাতে গিয়ে ভুগছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে জাসপ্রীত বুমরাহর ডেলিভারিতে ফিরেছেন সাদমান ইসলাম। মধ্যাহ্ন বিরতির আগের ওভারে পর পর দুই বলে উইকেট তুলে নিয়েছেন আকাশ দ্বীপ। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৬ রানে অবস্থান করছে।
বুমরাহকে মোকাবিলা করা কষ্টসাধ্য হবে স্পষ্ট ছিল। তবে সাদমান যেভাবে আউট হয়েছেন, তা কিছুটা প্রশ্নের জন্ম দেয়। আউটসুইংগার ডেলিভারি হবে এমনটাই হয়তো ভেবেছেন সাদমান। বল পিচ করার সাথে সাথে ব্যাট উঠিয়ে লিভ করলেন, তাতে পুরোপুরি স্টাম্প ভেঙে গেল এই ব্যাটারের।
আকাশ কেবল ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসেছিলেন মধ্যাহ্ন বিরতির আগে। প্রথম ডেলিভারিতে জাকির হাসানকে পরিস্কার বোল্ড করে দিলেন। এই ব্যাটার ফিরলেন ৩ রান করে। পরের ডেলিভারিতে মুমিনুল হকের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল গিয়ে আঘাত করলো স্টাম্পে, শূন্য রানে বিদায় নিলেন এই বাঁহাতি ব্যাটার।
বলতেই হয়, প্রথম ইনিংসে ৩৭৬ রান করা ভারত এখন এগিয়ে আছে চেন্নাই টেস্টে।
এম এইচ//