বাংলাদেশ

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘে ড. ইউনূস-মোদি বৈঠক হচ্ছে না

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দেখা হওয়ার সুযোগ নেই। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে দেখা হওয়ার সুযোগ নেই। কারণ প্রধান উপদেষ্টা যখন যুক্তরাষ্ট্র যাবেন, তখন ভারতের প্রধানমন্ত্রী সেখান থেকে চলে আসবেন।

এর আগে, ভারতের বেশ কিছু গণমাধ্যমেও একই তথ্য দেয়া হয়। প্রতিবেদনগুলোতে জানানো হয়, নরেন্দ্র মোদির সাথে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক ভারতের এজেন্ডায় নেই। যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফরে কোনো ফাঁকা সময় নেই। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন