খেলাধুলা

দ্বিতীয় টেস্টের জন্য ভারতের অপরিবর্তিত দল

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি। প্রথম টেস্টের দলই থাকছে দ্বিতীয় টেস্টের জন্য।

আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

পেসারদের ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়ার বিষয় থেকে সরে এসেছে নির্বাচক প্যানেল। অবশ্য একাদশে নাও দেখা যেতে পারে এই পেসারকে। কানপুরে ভারত একাদশে দুই-একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সামনে ভারতের ব্যস্ত সূচি রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে অক্টোবর-নভেম্বরে ৩ ম্যাচের টেস্ট খেলবে ভারত। এরপর পাঁচ ম্যাচের টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ফলে পেসারদের ওয়ার্কলোড ও চোট বিবেচনা করার বিষয়টি স্বাভাবিকভাবেই মাথায় রাখতে হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জিতে কিছুটা নির্ভার থাকছে ভারত। ফলে বেশ কিছু জিনিস চিন্তা করেই হয়তো এবার কানপুর টেস্টের একাদশ নির্ধারণ করবে স্বাগতিক দল।

দ্বিতীয় টেস্টের অপরিবর্তিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ, ইয়াশ দয়াল।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন