রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে
রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাসহ পৃথক চার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যাসহ পৃথক চারটি মামলায় মিজানকে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে রোমান হত্যা মামলায় পাঁচ দিনের এবং হত্যাচেষ্টা ও মারামারির দুটি মামলায় দুই দিন করে এবং একটি মামলায় এক দিন মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ আইনজীবী মনে করেন,জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসবে। কারণ মিজান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অভিযোগ রয়েছে।
এদিন অভিযুক্ত মিজানের পক্ষে সকালে আদালতপাড়ায় মহড়া দিয়েছে মাদক ব্যবসায়ী ও চনপাড়ার ‘চিহ্নিত সন্ত্রাসী’মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দেন।
আই/এ