ক্যাম্পাস

প্রথম নারী উপাচার্য পেলো বরিশাল বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া প্রথম নারী উপাচার্য।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহিনুর ইসলাম এর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়।

এতে বলা হয়,  রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশে ড. শারমিনকে চার বছরেরর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিযুক্ত করা হয়েছে।

শুচিতা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে প্রথম শ্রেণিতে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করে ২০০৩ সালে প্রভাষক পদে ওই বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি করছেন। এ ছাড়াও তিনি ডক্টরাল রিসার্চ স্কলার হিসেবে কর্পোরেট কমিউনিটি ইনভলভমেন্টে ও সুইজারল্যান্ড এবং ভারতের দ্বারা যৌথভাবে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে গবেষণায় অংশ নেন। আন্তর্জাতিক জার্নালে তার ৪৫টিরও বেশি নিবন্ধ এবং তিনটি বই প্রকাশিত হয়েছে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন