সাকিবকে নিয়ে শঙ্কা নেই, জানালেন হাথুরুসিংহে
সাকিব আল হাসান চোটে আছেন, এমন এক শঙ্কা দেখা দিয়েছিল চেন্নাই টেস্ট চলাকালীন সময়ে। সেই টেস্ট শেষে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার এ বিষয়ে কথা বলেছেন। যদিও কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সাকিব ফিট আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। চেন্নাইতে বল হাতে সরব ছিলেন না সাকিব। এরপর ধারাভাষ্যকার মুরালি বিজয়ের কথা থেকে সাকিবের চোট প্রসঙ্গ উঠে আসে। যদিও মুরালি বিজয়ের সেই আলোচনা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল। এরপর নির্বাচক হান্নান জানিয়েছিলেন, বল করার সময় আঙ্গুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেন সাকিব।
দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে নিয়ে কোনো শঙ্কা আছে কিনা সে বিষয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে।
সাকিব প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, 'সাকিবের সম্পর্কে বলব তাকে নিয়ে এই মুহূর্তে কোন সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি। কাজেই সে খেলার জন্য প্রস্তুত।'
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত।
এম এইচ//