খেলাধুলা

বিরতির পর আজ মাঠে নামতে পারেন সাকিব আল হাসান

ছবি: দুবাই জায়ান্টস/ফেসবুক

অনেকদিন পর মাঠে নামছেন সাকিব আল হাসান। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হয়েছে লিজেন্ড ৯০ লিগ। গতকাল, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে আজ মাঠে নামবে দুবাই জায়ান্টস। প্রতিপক্ষ রাজস্থান কিংস। দুবাই জায়ান্টসের হয়েই মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টা, বাংলাদেশ সময় সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন হচ্ছে টুর্নামেন্টটি। সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তার এই টুর্নামেন্ট খেলতে কোনো বাধা নেই।

বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবাল কিছুদিন আগে নিজের অবসরের কথা অফিশিয়ালি জানিয়েছেন। তামিমও খেলছেন এই টুর্নামেন্ট। এই বাঁহাতি ব্যাটারকে দেখা যাবে বিগ বয়েজ ইউনিকারির হয়ে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন