বিনোদন

সাকিব আল হাসান একটা স্বার্থপর: মেহের আফরোজ শাওন

রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন! শনিবার (২৪ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই সে কথা লিখে পোস্ট করেন।

ক্রিকেট তারকা সাকিব আল হাসানের নামে গার্মেন্টসকর্মী হত্যা মামলা হওয়ার খবর কয়েকদিন ধরে তুমুল চর্চিত। সাকিব তৎকালীন শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য হওয়ায় একদল তার খেলার ক্যারিয়ারের সমস্ত অর্জন ভুলে তীব্র সমালোচনায় ব্যস্ত। তবে কেউ কেউ তার খেলার দক্ষতাকে ভুলতে নারাজ।

সাকিবের বিরুদ্ধে মামলার খবরের একটি ফটো কার্ড শেয়ার করে শাওন লিখেছেন, ‘গতকাল থেকে বারবার ২/৩ লাইন লিখছি আর মুছে ফেলছি। থাক মত প্রকাশ করা বাদ দেই, খামোখা নতুন নতুন বিশেষনে বিশেষায়িত হয়ে লাভ কি! বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সব ইনিংস খেলার এটাই হয়তো পুরষ্কার!’

রোববার আবার একটি স্ট্যাটাস দিয়ে সাকিব আল হাসানকে রীতিমতো ‘স্বার্থপর’ আখ্যা দিয়েছেন শাওন। তবে এটা এক ধরনের রসিকতা করে লেখা। সাকিব আল হাসান চলমান টেস্ট সিরিজে বিশ্বরেকর্ড গড়ার একটি ফটো কার্ড শেয়ার করে শাওন লিখেছেন, ‘স্বার্থপর একটা। এখনও শুধু নিজের লাভ (বিশ্বরেকর্ড) দেখছে!’

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন