ক্রিকেট

ফাইনালের টিকিট নিয়ে যে বিশেষ বার্তা দিলো বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এগারোতম আসরের শুরু থেকেই টিকিট নিয়ে বিশৃঙ্খলা ছিলো।  সময়ের সঙ্গে তা কমে এলেও ফাইনালের আগে টিকিট নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে।  টিকিট না পেয়ে মাঠের বাইরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন অনেকে।

আর তাই ফাইনালের টিকিট নিয়ে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাইনালের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। তাই স্টেডিয়ামের আশপাশে বা জাতীয় সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথে টিকিটের খোঁজ করেও কোনো লাভ হবে না। দর্শকদের অপ্রয়োজনে সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বোর্ড। 

বিপিএলের ফাইনালে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।  তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে, আর চিটাগং কিংস চাইবে প্রথমবারের মতো শিরোপা জিততে। এর আগে ২০১৩ বিপিএলে রানার্সআপ হয়েছিল চিটাগং কিংস, সেবার তারা হেরেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন