টুকিটাকি

ধর্ষণে বাধা দেয়ায় অন্তঃসত্ত্বাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় যুবক

ধর্ষণে বাধা দেয়ার চেষ্টা করতেই অন্তঃসত্ত্বাকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে দেয়া হয়েছে। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে। তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসে করে তিরুপুর থেকে অন্ধপ্রদেশের চিত্তুরে যাচ্ছিলেন মহিলা। তিনি একাই ভ্রমণ করছিলেন ট্রেনে।

বৃহস্পতিবার সকালে তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় ওঠেন মহিলা। তিনি মহিলা-কামরাতে ছিলেন। তার সঙ্গে ওই কামরায় আরও সাত জন যাত্রী ছিলেন। সকাল সওয়া ১০টা নাগাদ ট্রেনটি জোলারপেট্টাই স্টেশনে পৌঁছায়। মহিলা-কামরায় থাকা সাত যাত্রীই ওই স্টেশনে নেমে যান। ফলে কামরায় অন্তঃসত্ত্বা একাই ছিলেন।

পুলিশ জানিয়েছে, ট্রেনটি জোলারপেট্টাই স্টেশন ছেড়ে বেরোনোর মুহূর্তে ওই কামরায় ওঠেন এক যুবক। একটি সিটে বসেন কিছুক্ষণ। কিন্তু তার নজর ছিল মহিলার দিকে। ট্রেনটি গতি বৃদ্ধি করতেই মহিলার পাশে গিয়ে বসেন যুবক। অভিযোগ, তার পরই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন। লাথি, ঘুষি মেরে যুবককে সরানোর চেষ্টা করেন মহিলা। ধর্ষণে বাধা পেয়ে মহিলাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে যান যুবক। তার পর চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেন।

পুলিশ জানায়, কোয়েম্বত্তূর থেকে কিছুটা দূরে রেললাইনের ধারে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তারাই পুলিশের খবর দেন। পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করায়। তার হাত, পা এবং মাথায় চোট রয়েছে। ভেলোরের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে অন্তঃসত্ত্বার।

জানা গেছে, মহিলা বাপের বাড়িতে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। মহিলার বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন