বাংলাদেশ

মোটরসাইকেল আরোহীর পকেটে মিললো আড়াই কেজি স্বর্ণ

বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে উদ্ধার স্বর্ণের বারগুলো ছবি: সংগহীত

যশোরের বেনাপোল এলাকায় এক মোটরসাইকেল আরোহীর প্যান্টের পকেটে বিশেষ কৌশলে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  ওই সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দর থানার বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এই স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৫০ গ্রাম, যার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় কদম আলী (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেন বিজিবির সদস্যরা। কদম আলী বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে বেনাপোল বন্দর থানার সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে, গোপন সূত্রে এ খবর পায় বিজিবি। এরপর বিজিবি বেনাপোল তল্লাশিচৌকির (বিওপি) একটি টহল দল বেনাপোল বন্দর থানার বেনাপোল কাঁচাবাজার এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের ওপর তল্লাশি অভিযান শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে একটি মোটরসাইকেলে কদম আলী সেখান দিয়ে যাচ্ছিলেন। বিজিবির সদস্যরা এ সময় মোটরসাইকেলটি থামিয়ে তাকে তল্লাশি করেন। এ সময় তার প্যান্টের পকেটে স্কচটেপ দিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৫টি সোনার বার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমে বলেন, কদম আলীর বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন