খেলাধুলা

নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলেন আল হিলাল কোচ

নেইমারের সঙ্গে ইনজুরির যেন এক অনিবার্য সম্পর্ক রয়েছে।  চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান এই তারকা।  যা বড় ধাক্কা দিয়েছে তার বর্তমান ক্লাব আল হিলালকে।  যা নেইমারের ভক্তদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ।

প্রাথমিকভাবে জানা যায়, চলতি মাসেই নেইমার মাঠে ফিরতে পারেন।  জুলাই মাসে অনুশীলনে ফিরেছিলেন তিনি।  কিন্তু নতুন করে জানা যাচ্ছে, নেইমার এই বছর আর মাঠে ফিরতে পারবেন না। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালের কোচ জেসুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জেসুস জানিয়েছেন, নেইমার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।  কিন্তু কবে সে ফিরবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।  আমরা জানুয়ারিতে তার অবস্থা পুনর্বিবেচনা করব।

গেলো বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় নেইমার চোট পান খেলছিলেন।  বাঁ-হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাকে করতে হয়েছিল অস্ত্রোপচার।  তখন থেকেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, সৌদি প্রো লিগের দ্বিতীয় ভাগে নেইমারকে আবার চুক্তিবদ্ধ করতে পারে আল হিলাল।  তবে এর জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।  তার সঙ্গে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত চুক্তি রয়েছে ক্লাবটির।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন