ক্রিকেট

কানপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতেছে ভারত। দলটির অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ একাদশে সুযোগ মিলেছে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের। এদিকে ভারত তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।

চেন্নাইয়ে ৩ পেসার নিয়ে খেললেও এই ম্যাচে ২ পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে তাসকিন আহমেদ ও নাহিদ রানা খেলছেন না এই ম্যাচে। 

ভারতের একাদশে দুই-একটি পরিবর্তন আসার খবর পাওয়া যাচ্ছিল। বিশেষ করে পেসারদের মধ্য থেকে জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিতে পারে দলটি। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি ভারতীয় ম্যানেজমেন্ট। তারা চেন্নাই টেস্টের একাদশ ধরে রেখেছে। 

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারত একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন