এএফসি অনূর্ধ্ব–২০ ফুটবল
ভিয়েতনামের বিপক্ষেও বড় হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভিয়েতনামের কাছেও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৪–০ গোলে এবং দ্বিতীয় মাচে গুয়ামের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিলো বাংলাদেশের যুবারা।
গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে ভিয়েতনামের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু মারুফুল হকের দল দাঁড়াতেই পারেনি স্বাগতিকদের সামনে।
শুক্রবার ভিয়েতনামের হাইফংয়ে চতুর্থ মিনিটে আত্মঘাতী গোল করেন বাংলাদেশের ডিফেন্ডার শাকিল তপু। ২৮ মিনিটে আসাদুল সাকিবের ব্যাক পাস থেকে দ্বিতীয় গোল খায় বাংলাদেশ।
দুই গোল খেয়ে ৪১ মিনিটে স্কোরলাইন ২–১ করেন বাংলাদেশের পিয়াস আহমেদ। তবে বাংলাদেশের গোলের পরের মিনিটেই লেভান কুয়াংয়ের গোলে ভিয়েতনাম এগিয়ে যায় ৩–১ ব্যবধানে। ৮০ মিনিটে ফ্রি কিক থেকে স্কোরলাইন ৪–১ করেন গুয়েন কং ফুং।
গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ২৯ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে।