ফুটবল

নেইমারের জন্য ধৈর্য্য ধারণ করতে বললেন ব্রাজিল কোচ

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের।  কোপা আমেরিকায় ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইয়েও ম্যাচ হেরেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।  সর্বশেষ চলতি মাসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হেরেছে দরিভাল জুনিয়রের দল।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ব্রাজিল।  দলের এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে নেইমার জুনিয়রের ফেরার দিকে।

চোটের কারণে গেলো বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন আল হিলাল তারকা।  অতি শীঘ্রই নেইমারের মাঠে ফেরার সম্ভাবনাও নেই।  নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন দরিভাল।  কদিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

নেইমারের ফেরা নিয়ে দরিভাল বলেছেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর সকাল ৬টায় চিলি এবং ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।  

এ সম্পর্কিত আরও পড়ুন