আন্তর্জাতিক

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দাবি

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ

ইসরাইলি হামলায় মারা গেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। লেবাননে গোষ্ঠীটির কমান্ড সেন্টারে চালানো বিমান হামলায় নিহত হন তিনি।শুক্রবার হাজার হাজার টন বিস্ফোরক দিয়ে এই হামলা চালায় ইসরাইল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী, আইডিএফ প্রধান হার্জি হালেভি। নাসরুল্লাহর মৃত্যুর আগে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে জানিয়েছে, হিজবুল্লাহর কমান্ড সেন্টারে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে হাসান নাসরুল্লাহর বেঁচে ফেরা খুব খুব কঠিন

অন্যদিকে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, হামলার পর নাসরুল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলায় বৈরুতে থাকা ছয়টি বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। আহত ও নিহত হয়েছে অনেকে। হামলায় ব্যবহার করা হয়েছে হাজার হাজার টন বিস্ফোরক।

আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ডেনিয়েল হ্যাগারি জানিয়েছে, হিজবুল্লাহর কমান্ড সেন্টারটি আবাসিক এলাকায় মাটির নিচে তৈরি করা হয়েছিল। গোষ্ঠীটির শীর্ষ নেতারা আলোচনার জন্য প্রায় সেখানে মিলিত হতেন।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন