আন্তর্জাতিক

হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

ইসরাইলি বিমান হামলায় শহীদ হাসান নাসরুল্লাহ। ছবি-সংগৃহীত

ইসরাইলের বিমান হামলায় শহীদ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে ইসরাইল যে স্থানে বিমান হামলা চালায়, সেখান থেকে হিজবুল্লাহ প্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) হাসপাতাল ও নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, হাসান নাসরুল্লাহর শরীরে কোন ‘সরাসরি আঘাতের’ চিহ্ন নেই।

গেলো শনিবার ইসরাইলি বিমান হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন