এবার ইয়েমেনে ইসরাইলের তান্ডব!
লেবাননের পর এবার ইয়েমেনে তান্ডব চালাচ্ছে ইসরাইল। হুতি বিদ্রোহীদের সামরিক ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে রোববার রাতে বড় হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে এক ডজন যুদ্ধ বিমান।
হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইয়েমেনের পশ্চিমে থাকা হোদেইদা ও রাস ইসা সমুদ্রবন্দর। বন্দরগুলো হুতি বিদ্রোহীরা সামরিক কাজে ব্যাবহার করে আসছিল।
বন্দরগুলো দিয়ে হুতি বিদ্রোহীরা পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবারহ করত, এক বিবৃতিতে দাবি করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী, আইডিএফ।
আইডিএফ আরও বলছে, সাম্প্রতিক সময়ে ইসরাইলে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিতে এই বিমান হামলা।
এনএস/