খেলাধুলা

একা হাতে লড়লেন মুমিনুল, বাংলাদেশ অলআউট ২৩৩ রানে

ছবি: সংগৃহীত

মুমিনুল হক একা লড়ে গেলেন বাংলাদেশের জন্য। কানপুরে গত দুই দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আজ চতুর্থ দিনে, আগেই ৩ উইকেট হারানো বাংলাদেশ মধ্যাহ্ন বিরতির আগে ৩ উইকেট এবং বিরতির পরে বাকি উইকেট হারিয়ে ২৩৩ রানে অলআউট হয়।

শতক হাঁকানো মুমিনুল ১০৭ (১৯৪) রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ১৭ টি চার, ১ টি ছয়। চতুর্থ দিনে মুমিনুলের সঙ্গী হিসেবে মুশফিকুর রহিম ইনিংস বড় করতে পারেননি। ৩২ বল খেলে ১১ রান করে বিদায় নেন জাসপ্রীত বুমরাহর শিকার হয়ে। এরপর বিদায় নিয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান।

১৭২ বলে শতক করা মুমিনুল মেহেদী হাসান মিরাজের সঙ্গে খনিকের জুটি গড়েন। বিরতি থেকে ফিরে দলীয় ২২৪ রানে আউট হন মিরাজ, বুমরাহর ডেলিভারিতে। তাইজুল ইসলামকেও ফেরাতে সময় নেননি বুমরাহ। তাইজুল ফেরার পরের ওভারেই মোহাম্মদ সিরাজের ডেলিভারিতে লেগ বিফোরের শিকার হন হাসান মাহমুদ।

বাংলাদেশের শেষ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। তার নিজের বলে নিজে ক্যাচ নেন, ফিরে যান খালেদ আহমেদ।

ভারতের পক্ষে একাই ৩ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দ্বীপ নিয়েছেন ২ টি করে উইকেট।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন