ঢালিউড

এবার উত্তরাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তারকারা

উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি মানুষদের সাহায্যের আহ্বান জানিয়েছেন দেশের তারকারা ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  যার ফলে রংপুরের চার জেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৭০ হাজারের বেশী মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এবার উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি মানুষদের সাহায্যের আহ্বান জানিয়েছেন দেশের তারকারা।

প্রবাসী অভিনয়শিল্পী টনি ডায়েস বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সহযোগিতা করা প্রয়োজন যেভাবে ফেনী -নোয়াখালী বাসিদের জন্য কাজ করেছেন। তেমনি উত্তর দিকের রংপুর, লালমনিরহাটের প্লাবিত গ্রামগুলোর ৬০ হাজার পানিবন্দি মানুষদের উদ্ধার করা জরুরি। পাশাপাশি খাদ্যের ব্যবস্থা করা। আসুন এগিয়ে আসি একে অপরের বিপদে।’

টনি ডায়েসের পোস্টটি শেয়ার দিয়েছেন আরেকজন খ্যাতনামা অভিনেত্রী অপু করিম। তিনি এর মাধ্যমে বন্যার্ত্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষগুলোর পাশেও দাঁড়াই।’

চিত্রনায়ক সাইমন সাদিকও বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ। যার যার সামর্থ অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।’

জেডএস/এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন