ভারতের মাটিতে বাংলাদেশি ওপেনারের রেকর্ড
ভারতে বাংলাদেশি ব্যাটারদের অবস্থা একেবারেই সুবিধাজনক নয়। দ্বিতীয় ইনিংসে এসে লিড নিতে বেশ দম পোহাতে হচ্ছে। একের পর এক উইকেট হারিয়েছে দল। এরমধ্যে কেবল সাদমান ইসলামের অর্ধশত কিছুটা ভালোর পরশ বুলিয়ে গেছে। সাদমানের ঝুলিতে একটি রেকর্ডও ঢুকেছে অবশ্য।
বাংলাদেশের রান যখন ৯৩, তখন সাদমান ক্যাচ দিয়ে ফিরেছেন। আকাশ দ্বীপের ডেলিভারিতে গালিতে থাকা যশস্বী জয়সোওয়ালকে সহজ একটি ক্যাচ দিয়েছেন। এমন কোনো শট নয় এটি, শুধুমাত্র বিসর্জন।
সাদমানের ১০১ বলে ৫০ রানের ইনিংসে ছিল ১০ টি চারের মার। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে টেস্টে পঞ্চাশ রানের ইনিংস খেললেন এই ব্যাটার। যা ভারতে কোনো বাংলাদেশি ওপেনারের সর্বোচ্চ রান।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের একটি ইনিংস খেলেন সাদমান। এরপর সেই সিরিজের দ্বিতীয় টেস্ট ও ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পেয়ে খুব একটা কাজে লাগাতে পারেননি। ইনিংস বড় করতে গিয়ে বিদায় নিয়েছেন। এবার কানপুরে প্রথম ইনিংসে ২৪ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস খেললেন তিনি।
এম এইচ//