খেলাধুলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। কথা ছিল ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাজসাজ রবে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা থাকলেও, তা হয়নি রাজনৈতিক পরিস্থিতির কারণে। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ হলেও, বাংলাদেশের আয়োজক-স্বত্ব এখনো আছে। 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে বিকাল ৪ টায় মাঠে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দেখা যাবে নিগার সুলতানা জ্যোতিদের।

বিশ্বকাপে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস খুব একটা ভালো নয়। এর আগে ২০১৪ সালে ঘরের মাটিতে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ২ ম্যাচ জয়ী হয় বাংলাদেশ দল। এরপর আর ম্যাচ জেতেনি তারা। টানা ৪ বিশ্বকাপ খেলে ১৬ টি ম্যাচ কেবল পরাজয়ের তেতো স্বাদ পাওয়া হয়েছে বাংলাদেশের।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে স্কটল্যান্ড। এবার সেই স্কটল্যান্ডকে হারাতে পারবে কিনা বংলাদেশ দল তাই দেখার অপেক্ষা করতে হবে। শুরুটা জয় দিয়ে করতে পারলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের জায়গাটা বেশ পূর্ণ থাকবে।

বাংলাদেশের পরের ম্যাচগুলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হিসাব-নিকাশ বলছে, এই ৩ দলই বাংলাদেশের চেয়ে অনেক দিক দিয়েই শক্তিশালী। র‍্যাংকিংয়ের হিসাবও তেমনই বলছে।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশ ছাড়ার আগে প্রত্যয়ী কণ্ঠ ব্যক্ত করেছেন। আগের বিশ্বকাপগুলোর ব্যর্থতা ঢেকে এই বিশ্বকাপে ভালো করতে চায় বাংলাদেশ দল, সেই কথা জানিয়েছেন অধিনায়ক। জ্যোতির ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিজেও নিশ্চয়ই স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চাইবেন বিশ্বকাপের আসর।

এ সম্পর্কিত আরও পড়ুন