খেলাধুলা

বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টা

ছবি: বিসিবি

সংযুক্ত আরব আমিরাতে বসেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ, বৃহস্পতিবার (৩ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই বিশ্বকাপের মূল আয়োজক অবশ্য বাংলাদেশের হওয়ার কথা ছিল। যদিও এখনো বাংলাদেশের আয়োজক-স্বত্ব আছে। তবে মূল আয়োজন হচ্ছে আরব আমিরাতেই।

বিশ্বকাপ উপলক্ষে ভেন্যু ও আইসিসি একাডেমির কার্যক্রম দেখতে আরব আমিরাতে অবস্থান করছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফের সঙ্গে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল রয়েছে, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমূল আবেদীন ফাহিম আছেন এই সফরে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টার সফরের বিষয়টি জানানো হয়।

বিসিবির পেজ থেকে জানানো হয়, 'বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।'

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আজ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন