স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২ জন চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৭ জন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৪৭ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এরপর ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩, খুলনা বিভাগে ১১৯, বরিশাল বিভাগে ৯৩, ময়মনসিংহ বিভাগে ৪২, রাজশাহী বিভাগে ২৭ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৬ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ১২১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৩৯৩ জন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন