দেশজুড়ে

অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, সড়কে ঝরলো ৩ প্রাণ

ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। এঘটনায় নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকার রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েল পাড় মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো.আতিক

স্থানীয়রা জানান, অটোরিকশাটি টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলোএ সময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক। এ সময় আহত হন চারজন।

এদের মধ্যে মাদরাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পুলিশ জানায়, ঘাতক ট্রাককে আটক করা যায়নি। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটিকে থানায় আনা হয়েছে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন