আন্তর্জাতিক

রায়ানএয়ার বিমানে আগুন!

ছবি: সংগৃহীত

ইতালির ব্রিন্ডিসি বিমানবন্দরে আয়ারল্যান্ডের উড়োজাহাজ পরিষেবা কোম্পানি রায়ানএয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।  

প্রতিবেদনে জানা যায়, কেবিন ক্রুরা বিমান উড্ডয়নের আগে বিমানে ধোঁয়া দেখে দ্রুত পদক্ষেপ নেয়।  সাথে সাথেই ১৮৪ জন যাত্রীদের নিরাপদে টার্মিনালে সরিয়ে নেয়া হয়।  এই ঘটনায় কেউ আহত না হলেও বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ। 

বিমানবন্দরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, প্রায় তিন ঘন্টা পরে বিমানবন্দরটি আবার চালু হয়। 

বিমানটি ইতালির তুরিন শহরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের অন্য একটি বিমানে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার মিলানের বার্গামো বিমানবন্দরে রায়ানএয়ারের আরেকটি বিমানের টায়ার ফেটে যায়, যেখানে ১৬১ জন যাত্রী ছিল। সাম্প্রতিক এসব ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন ইতালির আইন প্রণেতারা।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন