ঢাকা ছাড়ার পরপরই তার্কিশ বিমানে আগুন
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি আকাশে ওড়ে।
উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ (স্পার্ক) লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে তিনি বিমানটি ফিরে আনার প্রক্রিয়া শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটানোর পর সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বিমানটি সফলভাবে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, সম্ভবত বার্ড হিটের কারণে ইঞ্জিনে এই সমস্যা দেখা দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের প্লেন থেকে নামিয়ে হোটেলে পাঠানোর ব্যবস্থা করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
এমএ//