ফুটবল

অনুশীলনে কাঁধের হাড় সরে গেছে হামজার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনেক কাছে চলে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী।  তিনি এরই মধ্যে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। 

বাফুফেও পেয়েছে হামজার ব্যাপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র।  এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র আর লেস্টার সিটির অনুমতি পেলেই বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যাবে এই মিডফিল্ডারকে। 

আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।   তবে অনুশীলন করতে গিয়ে চোট পাওয়ায় হামজার বাংলাদেশের হয়ে নভেম্বরের উইন্ডোতে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বিবিসির খবর অনুযায়ী, লেস্টার সিটির অনুশীলনে কাঁধের হাড় সরে গেছে হামজার। বিবিসিকে ব্যাপারটি নিশ্চিত করেছেন লেস্টার সিটির কোচ স্টিভ কুপার। কাঁধের হাড় সরে যাওয়ার কারণে মোটামুটি লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাঁকে। 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন