এবার সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে আদালতে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে আলোচিত ইসলামী বক্তা ও আলেম মুফতি আমির হামজাকে।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আরাফাত রহমান কোকোর নাম উল্লেখ করে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরবর্তীতে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, এসব বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ও তাঁর অনুসারীদের অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করা হয়।
বাদীপক্ষের পক্ষ থেকে অভিযোগের সমর্থনে ভিডিও ক্লিপ, স্ক্রিনশটসহ প্রয়োজনীয় ডিজিটাল আলামত এবং সাক্ষীদের তালিকা আদালতে দাখিল করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলাটি দায়েরের সময় আদালত চত্বরে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর বলেন, আসামির বক্তব্যটি স্পষ্টভাবে মানহানিকর ও অশালীন। একজন প্রয়াত ব্যক্তিকে নিয়ে এ ধরনের মন্তব্য আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আদালতে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেছি এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।
আই/এ