জাতীয়

র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের মুখোমুখি হবে: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হামলাকারীরা যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 

শফিকুল আলম বলেন, এই ঘটনায় সরকার সব ধরনের আইনগত শক্তি প্রয়োগ করবে। হামলার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে এবং এবার আগের যেকোনো সময়ের তুলনায় ভালো নির্বাচন হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনের আগেই যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় তাগিদ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ও অপপ্রচারের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, এসব প্রচারণা সত্ত্বেও নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা পরে নয়।

প্রসঙ্গত, গেল সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। এ সময় র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক মোতালেব হেসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন