খেলাধুলা

দাবায় নিয়াজ মোর্শেদের ৪৩ বছরের রেকর্ড ভাঙলেন নীড়

ছবি: সংগৃহীত

৪৩ বছর আগের রেকর্ড ভাঙলেন দাবাড়ু মনন রেজা নীড়। হাঙ্গেরির বুদাপেস্টে শুক্রবার (৪ অক্টোবর) গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে দেন নীড়। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ, এর আগে হয়েছিলেন আন্তর্জাতিক মাস্টার। যা গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ। এবার নীড় বুদাপেস্টে আন্তর্জাতিক মাস্টার হওয়ার খেতাব জুটিয়েছেন নিজের নামের সাথে।

নিয়াজ ১৯৮১ সালের অক্টোবর মাসে ১৫ বছর ৫ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হওয়ার খেতাব অর্জন করেছিলেন। ৪৩ বছর ধরে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব ছিল তার দখলে।

মনন রেজা নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। ফলে নিয়াজের দীর্ঘ সময়ের এই রেকর্ড ভেঙে যায়।

নীড়ের সাফল্য ও রেকর্ড ভাঙা প্রসঙ্গে নিয়াজ মোর্শেদ বলেন, ‘খেলাধুলায় রেকর্ড ভাঙবে-গড়বে। আমার রেকর্ড একজন ভেঙেছে, এজন্য অত্যন্ত খুশি। ৪০ বছরের বেশি সময় আমার দখলে থাকা এক অর্জন অবশেষে একজন ভেঙেছে, এতে আমি যারপরনাই আনন্দিত।

নিয়াজ মোর্শেদ মাত্র ২০ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন। এরপর আরও অনেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কম বয়সে হয়েছেন। তবে বাংলাদেশে নিয়াজের চেয়ে কম বয়সে কেউ গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। তবে নীড় সেই রেকর্ড ভাঙতে পারেন বলে বিশ্বাস করেন নিয়াজ।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন