এবার প্রেমের টানে বাংলাদেশে এলেন ইন্দোনেশীয় তরুণী
মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ইন্দোনেশীয় এক তরুনীর সঙ্গে পরিচয় ঘটে বাংলাদেশি তরুণ আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ ওরফে অপুর (৩২)। পরিচয় থেকে থেকে প্রেম, এরপরে সেই সম্পর্কের শুভ পরিনয় ঘটাতে বাংলাদেশে এলেন ইন্দোনেশীয় তরুণী নাজিফা মুনজারিন ওরফে সিনতা (২৫)।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
জানা যায়, অপু কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার বাসিন্দা। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। আর নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা। সিনতা জন্মগতভাবেই খ্রিষ্টধর্ম পালন করতেন।
গেলো ২৭ সেপ্টেম্বর অপুর সঙ্গে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন সিনতা। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে বসেন বিয়ের পিঁড়িতে।
বর অপু জানিয়েছে, দুই পরিবারের সম্মতিতেই সিনতাকে তিনি বিয়ে করেছেন। কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়া গিয়ে সেদেশের রীতিতে তাদের বিয়ের আরেকটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি।
বিয়ের পর সিনতা বলেন,অপুর পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছে। অপু মানুষ হিসেবে অসাধারণ। তারা সবার কাছে দোয়া চান। পুরো জীবন একসঙ্গে কাটাতে চান।
আই/এ