রাজনীতি

আগে সংস্কার পরে নির্বাচন : জামায়াত আমির

জামায়াত সরকারকে দুইটি রোড ম্যাপ দিয়েছে একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এজন্য জামায়াত অনেকগুলো প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপে শেষে এ কথা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদেরকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে।

তিনি বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। জামায়াত সরকারকে যৌক্তিক সময় দিতে চায়,সেটা কতদিনের সেটা পরে জানানো হবে

এর আগে  বিকেল ৩টা ২৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেনপ্রায় ঘণ্টাখানেকের মতো তারা সেখানে ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন