ফুটবল

কারভাহাল ও ভিনিসিয়াসের চোটে হতাশ রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় একইদিনে চোটে পড়লেন। স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের চোটে বেশ খানিকটা হতাশ এখন মাদ্রিদ বাহিনী।

কারভাহালের চোট বেশ গুরুতর। অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছেন এই ফুটবলার। অন্যদিকে ভিনিসিয়াসের চোট তেমন গুরুতর না হলেও, তিনি ব্রাজিল দলের সাথে ফিফা বিরতিতে ভ্রমণ করবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

ভিলারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতে মাঠ ছেড়েছে মাদ্রিদ। তবে ম্যাচ জয়ের দিনে কারভাহালের বড় চোট ভুগিয়েছে দলটিকে।  যোগ করা সময়ে একটি বল প্রতিপক্ষের পাশে পাঠাতে গিয়ে চোট পান কারভাহাল। ব্যথায় কাতরাতে থাকা এই ফুটবলারকে ৬ থেকে ৮ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, লা লিগার ঠাসা সূচি নিয়েও হতাশা দেখিয়েছেন। এমন সূচিতে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে- সে কথা জানিয়েছেন আনচেলত্তি।

ভিনিসিয়াস ঘাড়ে চোট পেয়েছেন। তিনি বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জাতীয় দলের সাথে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট দ্বিধা রয়েছে।

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন