তথ্য-প্রযুক্তি

ইউটিউব শর্টসে ভিডিওর সময়সীমা বাড়ছে তিনগুণ

ছবি: সংগৃহীত

ইউটিউব শর্টস ভিডিও নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ আকাশচুম্বী। মাত্র ৬০ সেকেন্ডের ছোট্ট ভিডিওতে মনের কথা বা সৃজনশীল ভাবনাগুলো তুলে ধরছে কোটি মানুষ।  কিন্তু এই স্বল্প সময়ে অনেকেই পুরোপুরি নিজের আইডিয়াগুলো প্রকাশ করতে পারেন না।  এবার সেই সীমাবদ্ধতা কাটাতে ইউটিউব এনেছে বড় পরিবর্তন।

আগামী ১৫ অক্টোবর থেকে ইউটিউব শর্টসে ভিডিওর সময়সীমা ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে তিন মিনিট করা হচ্ছে।  ইউটিউব জানিয়েছে, নতুন এই সুবিধায় নির্মাতারা লম্বা ও বর্গাকার উভয় ফ্রেমে ভিডিও তৈরি করতে পারবেন।  এর ফলে দর্শকেরা আগের থেকে আরও বেশি বিনোদনমূলক ও মানসম্মত কনটেন্ট দেখতে পাবেন

বাজার বিশ্লেষকরা মনে করছেন, ইউটিউব শর্টসের সময়সীমা বাড়ানোর মাধ্যমে নির্মাতারা এখন আরও বিস্তারিতভাবে কনটেন্ট তৈরি করতে পারবেনযা ভিডিওর মান উন্নত করতে সহায়ক হবে। নির্মাতারা এখন যে কোনো বিষয়ে বিস্তৃতভাবে তাদের আইডিয়া তুলে ধরার সুযোগ পাবেন

ইউটিউবের এই উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতাকে আরও বেশি উৎসাহিত করবে।  এটি বিনোদনপ্রেমী দর্শকদের জন্যও এক দারুণ সুযোগ।  এখন থেকে শর্টসে সেরা বিনোদন পেতে তিন মিনিটের ভিডিও দেখতে থাকুন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন