আর্কাইভ থেকে বাংলাদেশ

বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো ‘শারদীয় দুর্গাপূজা’

দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের এ বিষাদে একত্রিত হয়েছেন ভক্ত, পূজারী, পর্যটক, দর্শনার্থীসহ হাজারও মানুষ। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। 

বুধবার (৫ অক্টোবর) বিকেলে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। 

গত ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে‘শারদীয় দুর্গাপূজা’ শুরু হয়। আজ দশমী তিথিতে প্রতিমা বিসর্জন দিয়ে এই উৎসব শেষ হয়েছে।

সনাতনী শাস্ত্র মতে এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে চড়ে মর্ত্যলোকে এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড়বৃষ্টি হবে, কিন্তু শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে নৌকায় চড়ে স্বর্গে বিদায় নেবেন, ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

সারাদেশে এ বছর ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। গত বছর সারাদেশের পূজামণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি, যা গত বছরের থেকে ৫০টি বেশি। আর ঢাকা মহানগরে মণ্ডপের সংখ্যা ২৪১টি, যা গত বছরের থেকে ছয়টি বেশি।

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন