খেলাধুলা

ভারত ছোট থেকেই ভালো উইকেটে খেলে, বললেন তাসকিন

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বড় হারের তেতো স্বাদ পেলো বাংলাদেশ। টি -টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও একই ফলাফল। দিল্লিতে ৮৬ রানে হারের পর সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। যেখানে নিজেদের ব্যর্থতা, সামর্থ্য আর ভারতের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কথা বলেন তিনি। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের দেয়া ২২১ রানের জবাবে ১৩৫ রান করেই থামে বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। 

ভারতীয় দল ভালো উইকেটে খেলে এমন প্রসঙ্গ টেনে তাসকিন বলেন, 'ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।' 

দিল্লির অরুণ জেটলির উইকেটে এখন প্রচুর রান হয়। এর আগে এই উইকেটে এত বেশি রান হতো না, যা ৩-৪ বছর থেকে বদলে গেছে। তাসকিন স্বীকার করলেন উইকেট ভালো ছিল, দল হিসেবে তারা ভালো করেননি। 

‘আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি।’

ভারতকে কৃতিত্ব দিয়ে বাংলাদেশি পেসার বলেন,‘ওরা বিশ্বের সেরা দল। ওরা আমাদের চেয়ে অভিজ্ঞ। ওদের কন্ডিশনে তো ওরা ভালোই। উইকেট পড়লেও ওরা আমাদের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছে। বড় স্কোর হওয়ায় মারতে গিয়ে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, ছন্দ হারিয়েছি।’

দলের খেলোয়াড়েরা ৮০ শতাংশের ওপরে ভালো খেললে দল জেতে বলে মনে করেন তাসকিন। কেবলমাত্র দুই-একজন ভালো করলে দল জিতবে, তেমন দল বাংলাদেশ এখনো নয় জানিয়েছেন তিনি। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন