আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সেনা নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উত্তর গাজায় অভিযানে গিয়ে এক মেজরসহ তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।তারা সবাই ৪৬০তম ব্রিগেডের ৫৪৬০তম সাপোর্ট ইউনিটের সদস্য।

শুক্রবার (১১ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়,  উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় সেখানে থাকা তিন সেনা নিহত হয়েছেন। তবে ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি ইসরাইলি বাহিনী।

আইডিএফ জানায়, তাদের সৈন্যরা উত্তর গাজার জাবালিয়ায় অভিযানে গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন হামাস যোদ্ধারাকে হত্যা করেছে। এছাড়া  রাইফেল, রকেট লঞ্চার এবং গোলাবারুদসহ বেশকিছু অস্ত্রও জব্দ করার কথাও জানিয়েছে।

প্রসঙ্গত নিহত সেনারা হলো মেজর নেতানেল হার্শকোভিটজ (৩৭) ,মাস্টার সার্জেন্ট ওরি মোশে বোরেনস্টাইন (৩২),এবং  মাস্টার সার্জেন্ট তেজভি মাতিতইয়াহু মারান্তজ (৩২)।এনিয়ে গাজায় স্থল অভিযানে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাড়ালো ৩৫৩ জন

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন