দেশজুড়ে

অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফনদী পাড়ি দিয়ে অনুপ্রবেশের সময় শিশু-নারীসহ ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। ফেরত পাঠানো এসব রোহিঙ্গাদের মধ্যে ১৮ শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

রোববার(১৩ অক্টোবর) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বায়ান্ন এ তথ্য জানান

তিনি জানান, গতকাল  রাতে নাফনদী সীমান্তে শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখা যায়। পরে তাদের বহনকারি নৌকাগুলো নাফনদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা এ অনুপ্রবেশে বাধা দেয়। এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূণ্যরেখা পেরিয়ে মায়ানমার দিকে পালিয়ে যায়। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

 

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। যারা প্রবেশের চেষ্টা করছে তাদেরকে নাফনদী দিয়ে ফের মায়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন