প্রবাস

রিয়াদের আল সুয়াদি পার্কে শুরু হয়েছে ‘রিয়াদ সিজন’

ছবি: বায়ান্ন টিভি

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবে রিয়াদে আল সুয়াদি পার্কে শুরু হয়েছে দেশটির ঐতিহ্যবাহী আয়োজন রিয়াদ সিজন। সৌদি আরবের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছর এই আয়োজন করা হয়।

গ্যালো শনিবার স্থানীয় হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলন চলতি বছরের রিয়াদ সিজন সম্পর্কে জানানো হয়,সৌদি আরবের সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর রিয়াদ সিজন এবং জেদ্দা সিজন আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট। সোমবার ১৩ অক্টোবর রিয়াদ সিজন শুরু হয়েছে।

এটি চলবে আসছে ৩০শে নভেম্বর পর্যন্ত। রিয়াদ সিজনের অনুষ্ঠানে আসতে প্রবেশ মূল্য রাখা হয়নি।তবে অনলাইনে আবেদন করার মাধ্যমে সবাইকে রিয়াদ সিজনে আসতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন দেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের সংগীত পরিবেশনের পাশাপাশি সিজনে থাকছে শিশুদের ইভেন্টস,সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্য, বিভিন্ন দেশের কৃষ্টি কালচারসহ পণ্য সামগ্রীর দোকান ও সুপার সপ। সিজনে ৮টি দেশের শিল্পী তাদের নিজ নিজ ভাষায় সংগীত পরিবেশনের মাধ্যমে তাদের কৃষ্টি ও সংস্কতি তুলে ধরবেন। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই আয়োজন।

 এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন