অপরাধ

সেনা ও র‍্যাবের পোশাকে ডাকাতি : গ্রেপ্তার আরও ৩

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুটকৃত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার  টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।

গত ১১ অক্টোবর মধ্যরাতে  মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় নগদ ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ। একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।

প্রসঙ্গত, এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন