আন্তর্জাতিক

পাকিস্তানে একযোগে দুই ব্যাংক ডাকাতি-পুলিশ স্টেশনে হামলা, নিহত ১২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একসঙ্গে দুটি ব্যাংক লুট এবং একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) প্রদেশের খারান শহরে এই সহিংস ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ১৫ থেকে ২০ জন সশস্ত্র ব্যক্তি একযোগে তিনটি স্থানে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক লিমিটেড। হামলাকারীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে এবং পুলিশ স্টেশনে জিম্মি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

আইএসপিআর আরও জানায়, ঘটনার পর খারান ও আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং জাতীয় কর্মপরিকল্পনা ও ফেডারেল সরকারের অনুমোদিত নিরাপত্তা নীতির আওতায় সন্ত্রাসবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

পাকিস্তান সরকার বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে এবং তাদের পেছনে বিদেশি মদদের অভিযোগ করে আসছে। ইসলামাবাদের মতে, এসব তৎপরতা একটি বৃহত্তর হাইব্রিড যুদ্ধ কৌশলের অংশ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেন, অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, প্রাথমিক সংঘর্ষেই চারজন হামলাকারী নিহত হন। পরবর্তী অভিযানে বাকিদের নিষ্ক্রিয় করা হয়। তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলাগুলো থেকে বোঝা যাচ্ছে, সন্ত্রাসীরা এখন আদর্শিক সহিংসতার পাশাপাশি সংগঠিত অপরাধের পথেও এগোচ্ছে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন