গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, খনিজসম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
শনিবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারেন।’ তবে কোন কোন দেশের ওপর এই নতুন শুল্কারোপ করা হতে পারে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি।
এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এর প্রতি সমর্থন জানাতে কোপেনহেগেন সফর করেছে।
প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দীর্ঘদিনের ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা আছে। তার এই অবস্থান আমেরিকার সাধারণ জনগণের মতামত নয়।
তিনি আরও জানান, অধিকাংশ আমেরিকান গ্রিনল্যান্ড দখলের বিষয়টি সমর্থন করেন না এবং দ্বীপটিকে মিত্র হিসেবে দেখাই উচিত। গ্রিনল্যান্ডের স্থানীয় বাসিন্দারাও কংগ্রেসের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
অপরদিকে, ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে এবং আর্কটিক অঞ্চলে সীমিত সামরিক নজরদারি ও প্রস্তুতির কথা জানিয়েছে।
ডেনিশ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ মূলত ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সম্ভাব্য তৎপরতা মাথায় রেখে নেয়া হয়েছে।
এদিকে ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি চলছে।
এসএইচ//