আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশাল-ঝালকাঠীসহ পশ্চিমাঞ্চলের ৮ রুটে বাস চলাচল শুরু

বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও বিচার এবং মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে বরিশাল-ঝালকাঠীসহ পশ্চিমাঞ্চলের ৮ টি রুটে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল থেকে বরিশাল-ঝালকাঠী,ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা, ঝালকাঠি-রাজাপুর ও ঝালকাঠি-কাঁঠালিয়া এই আট রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তিনি জানান, বাসের যন্ত্রণাংশ চুরি ও বাস শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের প্রশাসনের আশ্বাসে দুইদিন পর এ ধর্মঘট প্রত্যাহার করা হলো। বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির বেশকয়েকটি বাসের বাইরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে বাসের চাকা ফুটো করে দেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। 

তাৎক্ষনিক এ ঘটনার প্রতিবাদ করলে বাস শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেওয়া মাহিন্দ্রা চালক ও মালিকরা।

অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করে ধর্মঘটের ডাক দেন বাস মালিক ও মিনিবাস শ্রমিক এবং শ্রমিক  ইউনিয়ন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন