খেলাধুলা

ইংল্যান্ডের দায়িত্ব নিলেন টমাস টুখেল

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টমাস টুখেল। ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজিত হয় ইংল্যান্ড। এরপর গ্যারেথ সাউথগেট ইংলিশ শিবির থেকে বিদায় নেন। লি কার্সলে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছিলেন। তবে স্থায়ীভাবে টুখেলের সঙ্গেই চুক্তি নিশ্চিত করলো ইংল্যান্ড।

ইংল্যান্ড ফুটবলের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করে টুখেলকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন বচহর, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব শুরু করবেন টুখেল।

৫১ বছর বয়সী টুখেল ১৮ মাসের চুক্তি করেছেন ইংল্যান্ডের সঙ্গে। উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে নভেম্বর মাসে ইংল্যান্ড ডাগআউটে শেষবারের মতো দেখা যাবে টুখেলকে। সেখানে গ্রিস ও আয়ারল্যান্ডের সাথে খেলবে ইংলিশরা।

জার্মান নাগরিক টুখেল ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার পর নিজের অভিব্যক্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি অনেক বেশি গর্বিত ইংল্যান্ডের দায়িত্ব নিতে পেরে। আমি লম্বা সময় ধরে এই দেশের ফুটবলের সাথে ব্যক্তিগত সম্পর্ক অনুভব করি। এবং এটা আমাকে দারুণ কিছু মুহূর্ত এরমধ্যে উপহার দিয়েছে।‘

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থান নিশ্চিত করা হবে টুখেলের মূল দায়িত্ব।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন