খেলাধুলা

দ্রুততম ২ হাজার রানের মালিক এখন বেন ডাকেট

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট নতুন এক অর্জনে নাম লেখালেন। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডাকেট। খেলেছেন ১১৪ (১২৯) রানের ইনিংস। এই ইনিংসের মাধ্যমে দ্রুততম সময়ে ২ হাজার টেস্ট রান করেছেন তিনি।

ডাকেটের ১১৪ রানের ইনিংসে ছিল ১৬টি চারের মার। তার ইনিংসের ফলে পাকিস্তানের ওপর বেশ চেপে বসে সফরকারী দল। ডাকেট যখন ইনিংস শুরু করেন, তখন ৮৮ রান দরকার ছিল তার ২ হাজার রানে পৌঁছাতে। তিনি ২ হাজার ২২৯৩ বলে এই রান করেছেন। ফলে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে। সাউদি ২৪১৮ বল খেলে এই অর্জন নিজের করে রেখেছিলেন।

ডাকেটের এটি ২৮তম টেস্ট ম্যাচ ছিল, পাশাপাশি ছিল ৫১তম ইনিংস। তার গড় রানের দিকে তাকালেও তা উজ্জ্বল, ৪২.২০।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ফলে এটি তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি, পাশাপাশি আছে ১১টি ফিফটি।

পাকিস্তান স্পিনার সাজিদ খানের শিকার হয়ে ফিরেছেন ডাকেট। সাজিদ সবমিলিয়ে ৪ উইকেট শিকার করেছেন আজ। ফলে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রানে অবস্থান করছে ইংল্যান্ড। ক্রিজে আছেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। অন্যদিকে পাকিস্তান দল প্রথম ইনিংসে ৩৬৬ রান করে ইনিংস শেষ করে।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন