কমনওয়েলথে নয়, বিমসটেক সম্মেলনে যাবেন প্রধান উপদেষ্টা
আগামী ২১ থেকে ২৬ অক্টোবর সামোয়ার রাজধানী আপিয়ায় বসতে চলেছে কমনওয়েলথ সম্মেলন। তবে সেখানে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর পরিবর্তে তিনি নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানান।
পারাষ্ট্র উপদেষ্টা জানান, কমনওয়েলথ সম্মেলনের মন্ত্রী পর্যায়ের সভায় তিনি নিজেই অংশগ্রহণ করবেন, তবে ড. ইউনূস সেখানে থাকবেন না। সামোয়ায় ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলার সময় তিনি জানান, নিউইয়র্কে ইতোমধ্যে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। এখন যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাদের সঙ্গেই আলোচনা করবেন তিনি।
ড. ইউনূসের বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়েও তৌহিদ হোসেন জানান, এই জোটটি কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত হওয়ায় এতে ঘরোয়া পরিবেশে আলোচনা সম্ভব। তাই সেখানে প্রধান উপদেষ্টা অংশ নেবেন।
জেডএস/