ক্রিকেট

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা।  টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে হংকং।  জবাবে ৫ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। 

শুক্রবার (১৮ অক্টোবর) ওমানের আল আমেরাতে ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।  দুই ওপেনার জিশান আলম ও পারভেজ হোসেন ৩২ রানের জুটি গড়লেও খরচ করেন ২৯ বল।  পারভেজ করেছেন ২৬ বলে ২৮, জিশান ১১ বলে ১১।

৩ নম্বরে খেলতে আসা সাইফ আউট হব ৬ বলে ৫ রান করে।  তবে এরপর তাওহিদ হৃদয় ও আকবর আলীর মিলে গড়েন ৩৪ বলে ৫৪ রানের জুটি। তাওহিদ করেন ২২ বলে ২৯ রান। আর অধিনায়ক আকবর খেলেন ২৪ বলে করেছেন ৪৫ রানের ইনিংস। শেষ দিকে শামীম হোসেনের ১৫ বলে ১৯ রানে সহজ জয় পায় বাংলাদেশ।

বল হাতে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন রিপন মণ্ডল।  ম্যাচসেরাও হয়েছেন এই পেসারই।

 

এ সম্পর্কিত আরও পড়ুন