রাজনীতি

সরকারের হয়ত আমাদের পরামর্শের দরকার নেই : চুন্নু

উপদেষ্টা পরিষদ মনে করেছে, আমাদের পরামর্শ হয়ত আর দরকার নেই, এজন্য ডাকেনি। তবে এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (১৯ অক্টোবর) প্রথম দফার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডাক না পাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফার সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও পরের সংলাপগুলোতে আর আমন্ত্রণ জানানো হয়নি। সংলাপে তখন তারা অনেক পরামর্শ দিয়েছেনসেখানে নির্বাচন কমিশন সংস্কার, গণতন্ত্র ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল। এরপর তাদের আর ডাকা হয়নি।

 হত্যা মামলার সঙ্গে সংলাপে ডাকার প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার যখন সংলাপে গিয়েছিলেন তখনও মামলা ছিল। মামলার সঙ্গে সংলাপে ডাকা না ডাকার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে চতুর্থ দফায় আজ শনিবার সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কয়েকটি রাজনৈতিক দলকে একাধিকবার সংলাপে ডাকা হলেও প্রথম দফার পরে আর ডাক পায়নি জাতীয় পার্টি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন